More

    কুয়াকাটায় হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট :  সমুদ্র সৈকত কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক যুবক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে কুয়াকাটার সোনার বাংলা নামে আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া ২৯ বছরের মৃত যুবকের নাম রিপন বিশ্বাস। তার বাড়ি ঢাকার আশুলিয়ায়। বাবার নাম মাধব চন্দ বিশ্বাস।

    জানা গেছে, রিপনের সঙ্গে ওই হোটেলে নুপুর বিশ্বাস নামে এক নারীও উঠেছিলেন। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় রিপনের দ্বিতীয় স্ত্রী পরিচয় দেওয়া ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

    এদিকে হোটেল কর্তপক্ষ জানিয়েছে, গত ২০ এপ্রিল রিপন বিশ্বাস ও নুপুর বিশ্বাস নামে দুই পর্যটক হোটেলটির ১০৫ নম্বর কক্ষে উঠেন। ঈদের দিনও তারা বাইরে ঘুরাঘুরি করেন। তবে আজ সকালে নুপুরের চিৎকার শুনে হোটেলে থাকা লোকজন এসে রিপনের মরদেহ দেখতে পান। তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

    নুপুর বিশ্বাস বলেন, ‘আমরা কুয়াকাটায় আসার পর থেকেই তার আগের স্ত্রী ও তার পরিবারের সঙ্গে ঝগড়া চলতে থাকে। রাতে আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে রিপনকে ওড়না পেঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলানো অবস্থায় দেখি। পরে সেখান থেকে নিচে নামিয়ে আনি।’

     

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...