More

    অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা:
    বরগুনায় আমেরিকান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের মধ্য আদাবাড়িয়া গ্রামের রোকসানা মির্জার বাড়িতে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ডাকাতদল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের ঘুমন্ত লোকজনকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, মূল্যবান দলিলপত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে।

    প্রবাসী রোকসানা মির্জার মা মিনারা বেগম বলেন, রাত আড়াইটার দিকে মুখোশপরা ১০-১২ জন লোক দরজা ভেঙে আমার ঘরে ঢুকে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে এবং মারধর করে। পরে আলমারি থেকে নগদ ৪ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার, ৫ হাজার ডলার, ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক, মোবাইল ফোনসহ মূল্যবান দলিলপত্র ও মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী আমাদের উদ্ধার করে থানায় বিষয়টি জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...