ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় এসএসসি ও সমমানের, দাখিল, এস এসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরিক্ষা সুষ্ঠ নিরপেক্ষ ও মানসম্মত পরিবেশে শুরু হয়েছে। জেলার ১৭টি কেন্দ্রে ১৭৯টি মাধ্যমিক স্তরে বিদ্যালয়ে ৮ হাজার ১৮১জন শিক্ষার্থী এবং দাখিল ১২৩টি মাদ্রাসার ৩ হাজার ২৩৫জন শিক্ষার্থী ৭টি কেন্দ্রে, এস এসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ৭টি কেন্দ্রে ১ হাজার ২২জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
সব মিলিয়ে জেলায় ১২ হাজার ৪৩৮জন পরিক্ষার্থী এই পরিক্ষায় অংশ নিচ্ছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ধ গুল নিঝুম অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে পরিক্ষা কেন্দ্রগুলি সার্বিক ব্যবস্থা ঘুরে পর্যবেক্ষণ করেছেন এবং শিক্ষার্থীদের সাথে তিনি কথা বলেছেন। কেন্দ্রগুলোর চারপাশে পুলিশের দায়িত্বপালন ব্যতিত অন্যকোন ভীর বা জমায়েত ছিল না। পরিক্ষা কেন্দ্রগুলো মনে হচ্ছে শান্তশিষ্ট পরিবেশ এবং কোন সাড়া শব্দ ছিল না। সকালে কেন্দ্রগুলোতে শিক্ষকরা
নিয়মানুযায়ী মোবাইল বা অন্য কোন ইলেক্ট্রনিক পণ্য নিয়ে যেতে দেয়নি।