More

    ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনাঃ
    বরগুনার বেতাগীতে ছুরিকাঘাতে মো. সালাউদ্দীন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সালাউদ্দীন দক্ষিণ বড় মোকামিয়া এলাকার সহিদুল ইসলামের ছেলে। সে বেতাগী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র।

    পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, সালাউদ্দীন সন্ধ্যার দিকে মোকামিয়া লঞ্চঘাট এলাকায় যায়। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় মুনসুর বেপারীর সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মুনসুর ছুরি দিয়ে সালাউদ্দীনকে আঘাত করে পালিয়ে যায়।
    পরে স্থানীয় লোকজন সালাউদ্দীনকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতালের জরুরি বিভাগের ডা. রওনক জাহান বলেন, রাত ৮টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

    নিহত সালাউদ্দীনের চাচাতো ভাই মো. মাহাবুব বলেন, সন্ধ্যায় মোকামিয়া লঞ্চঘাট এলাকায় গেলে মুনসুর আমার চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। এর আগেও মুনসুর সালাউদ্দীনের বাবাকে মারধর করে।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...