More

    আওয়ামীলীগ সরকার দেশের সকল ট্রেড ইউনিয়ন ধ্বংস করেছে -মে দিবসে যুগ্ম মহা-সচিব সারোয়ার

    অবশ্যই পরুন

    খান মনিরুজ্জামানঃ আজ ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দল
    আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে।

    বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের যৌথ আয়োজনে বেলা সাড়ে ১০ টায় বরিশাল নগরীর সদর রোডস্থ্য বিএনপি কার্যালয় সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়

    বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ।

    প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আর তার মৃত্যুর পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেই ধারা অব্যাহত রেখেছেন। তাই আওয়ামীলীগ সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলায় কারাগারে রেখেছেন ও বিদেশে থাকতে বাধ্য করছে।

    আওয়ামীলীগ জনগনের ভোট চুরি ও ডাকাতি করে ক্ষমতায় এসেছে।
    অবৈধ ভাবে ক্ষমতায় থেকে দেশের সকল ট্রেড ইউনিয়ন ধংস করেছে। কলকারখানা ও বাসস্টান্ড, লঞ্চঘাট সংশ্লিষ্ট সকল শ্রমিক সংগঠনকে দলীয়করন করেছে। ঐ সকল সংগঠনের নির্বাচন বিলুপ্ত করেছে। ফলে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের পক্ষে কথা বলার নেতা খুঁজে পাওয়া যায়না। দেশে সিন্ডিকেটের কারনে দ্রব্যমূল্যের দাম আজ শ্রমজীবী মানুষের নাগালের বাহিরে চলেগেছে। তবে শ্রমিকের বেতন বাড়েনি। দেশের অধিকাংশ শ্রমজীবী মানুষ পরিবার পরিজন নিয়ে আজ আধাপেট খেয়ে জীবনযাপন করছে। আর সরকার দলীয় নেতাকর্মীরা দেশের টাকা লুটে খাচ্ছে।

    এভাবে একটি দেশ চলতে পারেনা। দলমত নির্বিশেষে দেশের মানুষ আজ সরকারের উপর অতিষ্ট। বিএনপির নেতা কর্মীরা শতবাঁধা, হামলা মামলা উপেক্ষা করে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষায় রাজপথে আন্দোলন করছে। দেশের নির্যাতিত নিপিড়ীত জনগন বিএনপির সাথে রয়েছে। অচিরেই সরকার পতনের আন্দোলনের এক দফার কর্মসূচি ঘোষণা হবে। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জনগনকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।

    বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহীদুল্লাহ্, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব, এ্যাড. মীর জাহিদুল কবির, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন,

    সমাবেশের সঞ্চালনা করেন, বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজী, বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম,মহানগর শ্রমিকদলের সদস্য সচিব
    মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

    সমাবেশ শেষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে।
    র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম...