আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় একরাতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা ও বেড়া কেটে নগদ টাকা, মোবাইল ও মালামাল নিয়ে গেছে চোরেরা।
মঙ্গলবার ভোর রাত ৪.৩০ মিনিটে উপজেলার নীমতলা বাজারে এ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করছে। নীমতলা বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা ও বাজার কমিটির সভাপতি হালিম সরদার জানান, মঙ্গলবার ভোর রাত ৪.৩০ মিনিটে অলি ষ্টোরের মালিক অলি হোসেনের মুদি দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, একই বাজারের মজিবর ষ্টোরের মালিক মজিবর হাওলাদারের মুদি দোকান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন, সাগর ষ্টোরের মালিক নুরুল ইসলাম সরদারের মুদি দোকান থেকে নগদ টাকা, রাফি ড্রাগ হাউজের মালিক সুমন বেপারীর ফার্মেসী থেকে নগদ টাকা ও রাহাত টেলিকমের মালিক আলামিন সরদারের কম্পিউটারের দোকান থেকে নগদ টাকা ও মোবাইলের রির্চাজ কার্ড নিয়ে যায় চোরের দল।
এসময় আলামিন সরদারের কম্পিউটারের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন অল্প বয়সী যুবক খালি গায়ে দোকানের ভিতরে প্রবেশ করে টেবিলের তালা ভেঙ্গে নগদ টাকা ও মোবাইলের রির্চাজ কার্ড নিয়ে যাচ্ছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্তের মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা চলছে।