স্টাফ রিপোর্টারঃআজ ৩ মে বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ২৩ মে ২০২৩ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ ফজলু, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম, মোঃ আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার ট্যরিস্ট পুলিশ, সাংস্কৃতি জন সুশান্ত ঘোষসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় অতিথিরা বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। আগামী ২৩ মে সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণ থেকে বন্যর্ঢ র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হবে পরে সেখানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে