More

    বরিশালে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টার অপসারণে মাইকিং

    অবশ্যই পরুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা ও দোয়া চেয়ে তোলা ব্যানার-ফেস্টুন-পোস্টার ও তোরণ অপসারণে মাইকিং করা হয়েছে।

    রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে মঙ্গলবার দিনভর নগরীতে মাইকিং করা হয়।

    রিটার্নিং অফিসার মো. হুমায়ন কবির বলেন, নির্বাচন কমিশন (ইসি) সিটি করপোরেশনগুলোকে প্রচারণার আগে সাঁটানো পোস্টার অপসারণ করতে বলেছে। সেই নির্দেশ বাস্তবায়নের জন্য মাইকিং করা হয়েছে।

    তফসিল অনুযায়ী, ২৬ মে বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। এর আগে, বুধবার মধ্যরাত ১২টার মধ্যে বরিশালে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে ব্যানার-ফেস্টুন-পোস্টার ও তোরণ অপসারণের নির্দেশ দিয়েছে ইসি।

    কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি করপোরেশনসহ স্থানীয় কর্তৃপক্ষকে ইসির পাঠানো চিঠিতে বলা হয়, ‘সম্ভাব্য প্রার্থীদের কাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে শেষের আগেই সরিয়ে নিতে হবে। দুপুর ১২টায় মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ।

    আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) গত রোববার তার সম্মানে নির্মিত তোরণ, টানা ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।

    খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ এপ্রিল দলের মনোনয়ন পেয়ে তিনি বরিশালে আসেন। এ উপলক্ষে দলের বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন টানার আয়োজন করেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এগুলো অপসারণ করা দরকার। তাই যত দ্রুত সম্ভব এগুলো অপসারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম...