More

    বরগুনায় নিখোঁজের ২ দিন পর জঙ্গল থেকে মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনাঃ
    বরগুনায়  নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে রিপা নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিপা কেওড়াবুনিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে।

    বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোটবাড়িয়া দরবার ব্রিজ এলাকা থেকে রিপার মরদেহ উদ্ধার করা হয়। রিপা একই ইউনিয়নের কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, মঙ্গলবার (২ মে) রাতে ওই শিক্ষার্থী নিখোঁজ হয় উল্লেখ করে পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
    ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার মামলা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    কিশোরীর বাবা শাহজাহান হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের সন্দেহ প্রতিবেশী আল-আমিন আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল-আমিন পলাতক রয়েছে। এ বিষয় জানতে যোগাযোগ করা হলেও আল-আমিন ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...