রাসেল মাহমুদ,বরগুনা প্রতিবেদক :
বরগুনায় ২০০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮ টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগীয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর ঘোপাখালি এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও যুগীয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরহাদ তালুকদার (৪০)।
ওসি বলেন, তারা দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে তাদেরকে ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।