পটুয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির পূর্ব নির্ধারিত জনসমাবেশ পন্ড হয়ে যায়।
শনিবার (২০ মে) সকাল ১০টার দিকে নগরীর কলেজ রোড থেকে সিংগারা পয়েন্ট পর্যন্ত সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ ব্যাপারে উভয় পক্ষই তাদের নেতাকর্মীরা আহত হয়েছে বলে দাবি করেছে।
জানা যায়, শনিবার সকাল ৯টার কিছু পরে নগরীর বনানী এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পূর্ব-পরিকল্পিত জনসভা শুরু হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর। শুক্রবার রাতে তাকে নিয়ে কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতা পটুয়াখালী আসেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছার আগেই ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার পথে ইটপাটকেলের ঘটনা ঘটে। এ থেকেই আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।