কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২২ মে।।প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে পাল্টা হুডখোলা গাড়িতে করে শোডাউন করলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। মিছিলের সামনে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভের ব্যানার থাকলেও ছিলনা বিএনপি বিরোধী কোন শ্লোগান। মিছিলে শ্লোগান ছিল মাহবুব ভাই মাহাবুব ভাই। সোমবার শেষ বিকেলে ঢাকা থেকে কলাপাড়ায় এসে এই শোডাউন এ অংশ নেন সাবেক এই প্রতিমন্ত্রী। সারাদেশে যখন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল তখন উপজেলা আওয়ামী লীগ সভাপতির হুডখোলা গাড়িতে করে শোডাউন ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এটাকে নির্বাচনের শোডাউন বলছেন। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের সমর্থনে বিশাল মিছিল টি কলাপাড়া পৌর শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। যদিও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিকাল সাড়ে চারটায় উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দুই গ্রুপের প্রকাশ্যে বিক্ষোভ দলীয় কোন্দলর বহিঃপ্রকাশ বলে মনে করছেন কলাপাড়ার সচেতনমহল।