More

    কলাপাড়ায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর উদ্যোগে পটুয়াখালীর কালাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনিতে গত ১২ মে ২০২৩ তারিখ (শুক্রবার) একই পরিবারের ৩ জন ভাই বোন পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে সামাজিক ময়নাতদন্ত (সোশ্যাল অটোপসি) আয়োজন করা হয়। শনিবার শেষ বিকেলে জিয়া কলোনিতে ভাসা প্রকল্প বরিশাল বিভাগের ফিল্ড টিম ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসাইন এর সঞ্চালনায় কলাপাড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনা পারভীন সীমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং মোঃ মাহমুদুল হাসান সুজন, চেয়ারম্যান টিয়াখালী ইউনিয়ন পরিষদ, সাংবাদিক বৃন্দ, সংশ্লিষ্ঠ ইউনিয়নের মেম্বার, সংশ্লিষ্ঠ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিআইপিআরবি “ভাসা” প্রকল্পের প্রধান অফিসের ইন্টাভেশন ম্যানেজার, আবুল বরাকাত এবং ফিল্ড অফিসের কর্মকর্তা বৃন্দ।
    সভায় পানিতে ডুবে যাওয়া শিশুদের অভিভাবকদের কাছ থেকে ঐ দিনের সম্পুর্ণ ঘটনার বিস্তারিত বর্ননা শোনা হয়। এর মাধ্যমে এলাকার অন্যান্য অভিভাবকদের এই বিষয়ে সচেতন করা হয় যাতে পরবর্তীতে এই রকম মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে। পরে সকলের উপস্থিতে শিশুদের স্মরণে দোয়া এবং ৩টি ফল গাছ রোপন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...