More

    মাদারীপুরে ছাত্রলীগের মামলায় বিএনপি-ছাত্রদলের ৯ নেতা কারাগারে

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
    মাদারীপুরে ডাসারে ছাত্রলীগের দায়েরকৃত মামলায় বিএনপি ও ছাত্রদলের ৯ নেতাকে কারাগারে প্রেরণ করেছে জেলা আদালত। আজ রোববার দুপুরে ওই সকল নেতারা হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
    দলীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি ডাসার উপজেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে নিত্যপন্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর ডাসার বাজারে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উক্ত ওই কর্মসূচিকে কেন্দ্র করে ডাসার ছাত্রলীগের সঙ্গে ডাসার বিএনপির দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বাদী হয়ে ডাসার থানায় কেন্দ্রীয় বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারসহ প্রায় অর্ধশতাধিক বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় হাজিরা দিতে গেলে মাদারীপুর আদালত
    কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারি, সাবেক সাধার সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, ডাসার উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ ৯ জন বিএনপি-ছাত্রদল নেতাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
    এ ব্যাপারে ডাসার যুবদল নেতা নুরু তালুকদার ও কালকিনি পৌরসভা ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্না বলেন, ডাসার ছাত্রলীগের দায়ের করা মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে গেলে আমাদের ৯ নেতাকে আদালত কারাগারে পাঠিয়েছে। আমরা তাদের মিথ্যা মামলার তিব্র নিন্দা জানাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডেঙ্গুতে মৃত্যুর অর্ধেকের বেশি তরুণ

    দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০৭ জনের মৃত্যু হয়েছে,...