কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কালকিনি পৌর এলাকার সদর ভূরঘাটা সড়ক মর্ডান হাসপাতালের পাস দিয়ে দক্ষিণ রাজদি ও উত্তর রাজদী গুরুত্বপূর্ন খাল দখল করে ওই এলাকার স্থানীয় প্রভাবশালীরা একটি দোকান ঘর নির্মান কাজ শুরু করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো.কায়েসুর রহমান অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এদিকে খালের পানি নিষ্কাশনের লক্ষ্যে কৃষকের ফসলের উৎপাদন খাল দখল করা সকল স্থাপনা উচ্ছেদের দাবী জানান এলাকাবাসী।
মুদি ব্যবসায়ী দিদার চৌকিদার বলেন, খালের পাসে আমি বিভিন্ন প্রজাতীর সবজি চাষ করেছি।এলাকার প্রভাবশালীর ইন্দনে আমার লাগানো গাছ কেটে দোকান নির্মানের কাজ শুরু করে।
স্থানীয়রা বলেন,আমরা চাই খাল দখল মুক্ত হোক।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. কায়েসুর রহমান বলেন, অবৈধভাবে তোলা দোকান ভেঙ্গে দেয়া হয়েছে এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।