কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলার মহিপুরে দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জননী মমতাজ বেগমকে (৪৫) হত্যার অভিযোগে স্বামী শাহআলম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) ভোররাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় নিহত মমতাজ বেগমের বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ মে) গভীর রাতে দুই সন্তানের জননী মমতাজকে ওড়না দিয়ে শ্বাস রোধে হত্যা করে নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় স্বামী শাহআলম। পুলিশ মঙ্গলবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে শাহআলম বেশ কয়েকবার তার স্ত্রী মমতাজকে দাম্পত্য কলহের জেরে নির্যাতন করেছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।