কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৩১ মে) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পাওয়ার পয়েন্টে বিষয় ভিত্তিক উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: চিন্ময় হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর মনোয়ারা বেগম, গণমাধ্যম কর্মী মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ।
