More

    কলাপাড়ায় পুলিশ সদস্যের উপর হামলা, হাসপাতালে ভর্তি

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ০৪ জুন:

    পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সাইয়েদ উদ্দিন সুপার মার্কেটে পায়ের মোজা কিনতে গিয়ে দামাদামি করার অপরাধে প্রথমে হাতাহাতি পরবর্তীতে এক পুলিশ কনস্টেবলকে মারধর করে রক্তাক্ত জখম করেছে দোকান মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ হামলার ঘটনায় আহত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে (২৫) রক্তাক্ত জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই পালিযে় গেছে তাসিন ফ্যাশন হাউসের মালিক জহির ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।

    আহত পুলিশ কনস্টেবল সোহেল রানা জানান, এক সহকর্মীকে নিয়ে ওই দোকানে মোজা কিনতে যান। কিন্তু দোকানদার অতিরিক্ত মূল্য চাওয়ায় সে কিছুটা কম রাখতে বলেন। এ কারণে দোকানদার তার সাথে খারাপ আচরণ করে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ীরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু জহির সহ পার্শ্ববতী দোকানের ৩—৪ জন কর্মচারী অতর্কিত তার ওপর হামলা চালায়। ভারী কিছু দিয়ে আঘাত করায় তার কপাল ফেটে যায়।

    সারা শরীর পিটিয়ে জখম করে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও অন্য দোকানের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, পুলিশ কনস্টেবলের উপর হামলার ঘটনায় তারা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। কনস্টেবল সোহেল রানা গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্তমানে। বিষয়টি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে ঘটনার পরই অভিযুক্ত জহির ও তার সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...