ডেস্ক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন সহ আরও ১৮ কাউন্সিলর প্রার্থীকে জাতাতীয়তাবাদী দল বিএনপি থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এদেরকে ‘বিশ্বাসঘাতক’ বেঈমান, মীরজাফর বলা হয়েছে। বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দলের এ সিদ্ধান্তের কথা আজ রোরবার জানানো হয়েছে।
বিএনপি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বরিশালের ১৯ প্রার্থীকে দল থেকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে বলে আজ দুপুরে এক পত্রে জানানো হয়েছে। বরিশাল মহানগর বিএনপি’র দফরের দায়িত্ব থাকা নেতা জাহিদুর রহমান রিপনের কাছে এ সিদ্ধান্তটি এসে পৌছে।
পত্রে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশনের ‘প্রহসনের’ নির্বাচনে আপনি অংশ গ্রহন করে যে শো-কজের জবাব দিয়েছেন তা গ্রহনযোগ্য নয়। নির্বাচন করার আপনার/আপনাদের এই সিদ্ধান্ত ১৫ বছর ধরে চলা ‘গণতান্ত্রিক আন্দোলনে’ ‘গুম, খুন ও সরকারি পৈচাশিক নিপীড়নের শিকার হয়েছে’ এমন পরিবারসহ ‘গণতন্ত্রকামী জনগোষ্ঠীর’ আকাঙ্ক্ষার প্রতি ‘বিশ্বাসঘাতকতা’।
“গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে,” এমন কথাও লেখা হয় চিঠিতে।
বিএনপি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বরিশালের ১৯ প্রার্থীকে দল থেকে আজীবনের জন্যে বহিষ্কার করা হয়েছে বলে আজ দুপুরে এক পত্রে জানানো হয়েছে। বরিশাল মহানগর বিএনপি’র দফরের দায়িত্ব থাকা নেতা জাহিদুর রহমান রিপনের কাছে এ সিদ্ধান্তটি এসে পৌছে।
পত্রে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশনের ‘প্রহসনের’ নির্বাচনে আপনি অংশ গ্রহন করে যে শো-কজের জবাব দিয়েছেন তা গ্রহনযোগ্য নয়। নির্বাচন করার আপনার/আপনাদের এই সিদ্ধান্ত ১৫ বছর ধরে চলা ‘গণতান্ত্রিক আন্দোলনে’ ‘গুম, খুন ও সরকারি পৈচাশিক নিপীড়নের শিকার হয়েছে’ এমন পরিবারসহ ‘গণতন্ত্রকামী জনগোষ্ঠীর’ আকাঙ্ক্ষার প্রতি ‘বিশ্বাসঘাতকতা’।
“গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে,” এমন কথাও লেখা হয় চিঠিতে।
অপর যাদের বহিষ্কার করা হয়েছে তারা হচ্ছেন
সাধারণ কাউন্সিলর প্রার্থী : ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ হাবিবুর রহমান ফারুক (রেডিও), ৬ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান টিপু (লাটিম), ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুন অর রশিদ (ঘুড়ি), সৈয়দ হুমায়ন কবির লিংকু (রেডিও), সেলিম হাওলাদার (ঘুড়ি); ১৫ নম্বর ওয়ার্ডের সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক মাসুম (ঘুড়ি), জাবের আব্দুল্লাহ সাদি (টিফিন ক্যারিয়ার), কাজী মোহাম্মদ শাহীন, ও মনিরুল ইসলাম (রেডিও); ১৯ নম্বর ওয়ার্ডের শাহ আমিনুল ইসলাম আমিন (ঘুড়ি), ২২ নম্বর ওয়ার্ডের জেসমিন সামাদ (লাটিম), ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজ আহম্মেদ (টিফিন ক্যারিয়ার), ২৬ নম্বর ওয়ার্ডের ফরিদউদ্দিন হাওলাদার (ঘুড়ি), ২৮ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির (লাটিম)।
সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী : ২ নম্বর ওয়ার্ডের জাহানারা বেগম (গ্লাস), ৮ নম্বর ওয়ার্ডের সেলিনা বেগম (আনারস) ও ১০ নম্বর ওয়ার্ডের রাশিদা পারভীন (আনারস)।