ডেস্ক রিপোর্ট: দেশের উপর বহমান তীব্র দাবদাহের মুখে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় চারদিনে বন্ধ ঘোষনা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল ৫জুন থেকে ৮জুন পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে তীব্র তাপদাহের কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।