More

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৪

    অবশ্যই পরুন

    সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমা সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বালুর ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

    বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা নাজিরবাজার এলাকার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তাইফ নূর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৫৫)। সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. ৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।

    এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর গলাচিপা শহরে খালেদা জিয়ার মৃত্যুর শোকে নিরব নিস্তব্ধ

    আপোষহীন দেশ নেত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে নিরব নিস্তব্ধ গলাচিপা পৌর শহর। বুধবার...