More

    ১৭ আগস্ট থেকে শুরু এইচএসসি পরীক্ষা

    অবশ্যই পরুন

    চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

    ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার রোববার আজকার পত্রিকাকে এ তথ্য জানান।

    অধ্যাপক তপন কুমার জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট শুরু হওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে।

    সাধারণত এপ্রিল মাসে HSC পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছরে নির্ধারিত সময়ে এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

    এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সিলেবাস শেষ না হওয়ায় তা বিলম্বিত হয়। এ সময় অধ্যাপক তপন সরকার বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...