More

    বরগুনায় আ.লীগের নেতারা ব্যস্ত মনোনয়ন নিয়ে এবং বিএনপি ব্যস্ত আন্দোলন-কর্মসূচি নিয়ে

    অবশ্যই পরুন

     

    রাসেল মাহমুদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ
    বঙ্গোপসাগরের কোঁল ঘেসে অবস্থিত বরগুনা জেলা তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বরগুনায় আওয়ামী লীগের নেতা সবাই ব্যস্ত মনোনয়ন নিয়ে। এবং বিএনপি নেতারা ব্যস্ত দলকে পুরুদ্ধার করার জন্য আন্দোলন- কর্মসূচি নিয়ে।এদিকে নেতৃত্ব পরিবর্তনে জন্য মাঠে আছে তরুণ নেতারা। তাদের অভিযোগ সারা দেশে উন্নায়ন হলেও তার তুলনায় পিছিয়ে আছে বরগুনা। তাদের প্রত্যাশা সৎ যোগ্য শিক্ষিত প্রার্থীকেই এবার মনোনয়ন দেবে আওয়ামী লীগ।
    এ আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
    বরগুনা-১ আসনটি বরগুনা সদর,আমতলী ও তালতলী নিয়ে পঠিত স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় এই আসনটি তার আওয়ামী লীগের দখলে ছিল। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনটিতে কে কোন দলের প্রার্থী হবেন, কাকে কিভাবে মূল্যায়ন করা হবে, তা নিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ইতোমধ্যে রাজনৈতিক হিসেব- নিকেশ শুরু করে দিয়েছেন।
    বরগুনা-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন- বর্তমান সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু,জেলা যুবলীগের সাবেক সভাপতি বরগুনা পৌরসভার মেয়র কামরুর আহসান মহারাজ,বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আমতলীর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. গোলাম সরোয়ার ফোরকান ও আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমান।

    বরগুনা-১ আসনে বিএনপির মনোন্যাশীদের মধ্যে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লা এবং সাবেক জেলা বিএনপি সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা।জাতীয় পার্টি থেকে একমাত্র প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি শাহজাহান মানছুর।

    অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। বরগুনার জনগণকে একত্রিত করে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত করেছি। আমার ওপরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থা রেখে যতবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক দিয়েছেন, বরগুনার জন্য তার প্রতিদান হিসেবে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আশা করি, আগামী নির্বাচনেও দল আমার ওপরে আস্থা রাখবে। একই সঙ্গে বরগুনার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে যেতে পারব।আগামী নির্বাচনেও এই বিজয়ের ধারা অব্যাহত রাখতে

    মনোনয়নপ্রত্যাশী বরগুনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর কবির বলেন, এখন বরগুনার উন্নয়নের জন্য পরিবর্তন দরকার। দলের কাছে বিগত দিনেও মনোনয়ন চেয়েছি, এবারও চাইব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন অবশ্যই নির্বাচন করব।

    মনোনয়নপ্রত্যাশী বরগুনা জেলা আওয়ামী লীগ জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার টুকু বলেন, বরগুনার মাটি ও মানুষের হৃদয়জুড়ে আছে জাতির পিতা বঙ্গবনূর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা। এ জন্য প্রত্যেকটি নির্বাচনে এখানকার মানুষ আওয়ামী লীগকে নির্দ্বিধায় ভোট দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের এই ভালোবাসাকে পুঁজি করে এখানে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন, তিনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন। মানুষ ও দলীয় নেতাকর্মীরা এখন পরিবর্তন চায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হব এবং ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করবো।

    মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক, বরগুনা জেলা কৃষক অ্যাসেসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান শিহান বলেন, আমি বরগুনা সদর,আমতলী ও তালতলীতে দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের উন্নয়নে রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ করে এসেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড আমার কাজে সন্তুষ্ট হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকেই মনোনয়ন দেবেন বলে আমি আশা রাখি। আমাকে মনোনয়ন দিলে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হব।

    বিএনপির মনোনয়নপ্রত্যাশী বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপি করে আসছি। বরগুনার বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি, আগামী নির্বাচনে এ আসন উদ্ধার করতে বিএনপির আমাকে মনোনয়ন দিবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শোক সভায় আরিফিন তুষারকে স্মরণ করে কাঁদলেন সহকর্মী সাংবাদিকরা

    আরিফিন তুষার বয়সে তরুণ হলেও বুদ্ধিমত্তা এবং কৌশলে অনেক পরিপক্ক ছিল। এ কারণে সে আমাদের বয়সে ছোট হলেও আমরা...