More

    বরগুনায় পিকআপ থেকে পড়ে  নিহত ১

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ
    বরগুনায় গরু নিয়ে পিকআপে বরগুনা থেকে যাওয়ার পথে বরগুনা-পুরাঘাটা সড়কে গরু বোঝাই পিকআপের পেছন থেকে ছিটকে পড়ে আ. মন্নান (৩২) নামে এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব কেওড়াবুনিয়া গরুর ব্যাপারী আ. মন্নান বিভিন্ন এলাকা থেকে গরু কিনে গরুর বড় হাটে বিক্রি করতেন।

    শুক্রবার কয়েকটি হাট থেকে গরু কিনে পিকআপ বোঝাই করে বাড়ি নিয়ে যাওয়ার পথে বরগুনা-পুরাকাটা সড়কের সোনখালী নামক স্থানে দ্রুতগামী পিকআপের পেছন থেকে রাস্তায় পড়ে যান। পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
    পরে মৃত বুঝতে পেরে বরগুনা থানায় খবর দেয়।
    পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শোক সভায় আরিফিন তুষারকে স্মরণ করে কাঁদলেন সহকর্মী সাংবাদিকরা

    আরিফিন তুষার বয়সে তরুণ হলেও বুদ্ধিমত্তা এবং কৌশলে অনেক পরিপক্ক ছিল। এ কারণে সে আমাদের বয়সে ছোট হলেও আমরা...