More

    বাউফলের ইউএনও আর নেই

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন (৩৮) মারা গেছেন। ভারতে উচ্চতর প্রশিক্ষণে অবস্থানকালে রোববার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। সূত্র জানায়, বাউফল উপজেলা এনফোর্সমেন্ট অফিসার (ইউএনও) মোঃ আল আমিন গত ৬ জুন উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতে যান।

    রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারতের উত্তরাখণ্ডের মিসৌরিতে প্রশিক্ষণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শোক সভায় আরিফিন তুষারকে স্মরণ করে কাঁদলেন সহকর্মী সাংবাদিকরা

    আরিফিন তুষার বয়সে তরুণ হলেও বুদ্ধিমত্তা এবং কৌশলে অনেক পরিপক্ক ছিল। এ কারণে সে আমাদের বয়সে ছোট হলেও আমরা...