More

    কলাপাড়ায় হেলমেট বাহিনীর হামলা, ১জনকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আবার সক্রিয় হয়ে উঠেছে হেলমেট বাহিনী। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নীলগঞ্জের আর এন্ড ব্রিক ফিল্ডের সামনে ইটভাটার ম্যানেজার রেজাউল সিকদারকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে দুটি মোটরসাইকেল যোগে বীরদর্পে চলে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত রেজাউলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রেজাউলের মাথা, বাম হাত, রানসহ শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, রেজাউলের সাথে ব্রিক ফিল্ডের ব্যবসায়ীক দেনা পাওনা নিয়ে কারো সাথে বিরোধ রয়েছে। এ কারণেও হামলার ঘটনা ঘটতে পারে। কলাপাড়া থানার উপ পরিদর্শক হুমায়ূন কবির জানান, রাতেই কলাপাড়া থানার ওসিসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা রোববার বিকেল পর্যন্ত কলাপাড়া থানায় কোন মামলা দায়ের হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বৃহস্পতিবার দশ জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

    দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।...