More

    কলাপাড়ায় জমি রক্ষায় বিধবা বৃদ্ধার সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: প্রায় তিন যুগের বসতভিটাসহ জমিজমা থেকে উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে বিধবা মর্জিনা বেগমের। তিন ছেলেসহ ১০ সদস্য নিয়ে অজানা আতঙ্কে একেকটি প্রহর কাটছে বৃদ্ধা এ মানুষটির। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে বসতি মর্জিনা বেগমের। জমিজমা রক্ষায় আদালতের আশ্রয় নিয়েছেন। আদালত থেকে স্থিতাবস্থা দেওয়া হয়েছে, তাও মানছে না প্রতিপক্ষ জিয়া, সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমানসহ আসামিরা। বর্তমানে শ্রমজীবী সন্তানদের নিয়ে দৌড়াচ্ছেন থানা পুলিশে। অসহায় এ বৃদ্ধা তার বসতিসহ জমিজমা রক্ষায় মঙ্গলবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য পাঠ করেন ছেলে আল আমিন।
    মর্জিনা বেগমের ভাষ্য,’ থানার ওসি ও মাওলা স্যারে খুব ভালো মানুষ। আর সবাই মেও না দেলে কাম করে না। ১৭ নম্বর চান্দুপাড়া মৌজার ৪১২ নম্বর দাগের দেড় একর খাস জমি ১৫০৩ কে/২০০৩-২০০৪ বন্দোবস্ত কেস এর মাধ্যমে কবুলিয়ত দলিলের অপেক্ষায় যুগের পর যুগ দৌড়াচ্ছেন। এজমিতে ৪০ টি বছর বসবাস করে আসছেন। এজমি থেকে এখন তাদের উচ্ছেদ করার পায়তারা চালায় আসামিরা। বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেয় মর্জিনা বেগম। কিন্তু বর্তমানে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ চিহ্নিত একটি চক্র জমি দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে আছে। যখন পুলিশ গিয়ে নিষেধ করে তখন কাজ বন্ধ করে। পুলিশ চলে গেলে আবারও দখল তান্ডব শুরু করে। রাতের বেলা মদ খেয়ে গালাগাল, ঘরের চালে ইট মারা হয়। আসামিরা এখন বেপরোয়া হয়ে গেছে।
    মর্জিনা বেগমের দাবি আসামিরা অন্য একজনের বন্দোবস্ত পাওয়া জমি নিয়ম না মেনে মেয়াদ শেষ হওয়ার আগে ৪১১ নম্বর দাগের জমি কিনে ৪১২ নম্বর দাগের জমি দখল করতে মরিয়া হয়ে আছে। বর্তমানে দরিদ্র এ পরিবারটি তার এবং পরিবারের সকল সদস্যের বসভিটাসহ সবকিছুর নিরাপত্তা চেয়েছেন।
    কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ওই বৃদ্ধা মহিলার পরিবারের সদস্যদের সকল ধরনের আইনি সহায়তা দেয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...