অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া মামলার অপর তিন আসামি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
তিনজনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর ২৬(২) ধারায় ৩ বছর, ২৭(১) ধারায় ৬ বছর এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব সাজা একসঙ্গে চলবে বলে তাকে ছয় বছর সাজা ভোগ করতে হবে।
অপরদিকে, আদালত বাকি তিনজনকে ২৭(১) ধারায় ৩ বছর এবং মানি লন্ডারিং আইনে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাদেরও চার বছর চাকরি করতে হবে। এছাড়া অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে ডিআইজি মিনজানকে জরিমানা করা হয়।