স্টাফ রিপোর্টার:অবিলম্বে অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিল,ব্যাটারিচালিত যানবাহনের BRTA স্বীকৃত লাইসেন্স ও পার্কিং স্ট্যান্ডের দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ।
আজ ২৩শে জুন সকাল ১১ নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য মানিক হাওলাদার ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদ হাওলাদার। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, , ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইউব আলী, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সংসদে শ্রমমন্ত্রী যে অত্যাবশকীয় পরিষেবা বিল ২০২৩ উত্থাপন করেছেন তা ন্যুনতম গনতান্ত্রিক চেতনার পরিপন্থী ও শ্রমিক্স্বার্থ বিরোধী। এই বিল পাশ হয়ে আইন হলে বাংলাদেশের কোন কর্মক্ষেত্রেই কেউ ধর্মঘট করতে পারবেন না। যেখানে বাংলাদেশের শ্রম আইনে এবং আন্তর্জাতিকভাবে ধর্মঘটের অধিকার স্বীকৃত আছে সেখানে ধর্মঘট নিষিদ্ধের এই আইন শ্রমিকের মত প্রকাশের অধিকারের উপর ফ্যাসিবাদের নগ্ন আক্রমণ ছাড়া আর কিছুই নয়। বক্তারা বলেন, ধর্মঘট নিষিদ্ধ করার এই আইন পাশ হলে সারাদেশে শ্রমিকরা একযোগে ধর্মঘটের ডাক দিয়েই এই আইনকে প্রতিহত করবে।
বক্তারা আরও বলেন ,বাসদ ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন, নীতিমালা প্রণয়ন ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবিতে দীর্ঘ ১১ বছর ধরে সারাদেশে ধারাবাহিক আন্দোলন পরিচালিত হচ্ছে। এই আন্দোলনের ফলাফল হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নীতিমালা অর্জিত হয়েছে। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপীলের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ মহাসড়ক ব্যতিত সর্বত্র ইজিবাইক চলাচলে বৈধতার রায় প্রদান করলেও এখন পর্যন্ত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান শুরু হয়নি। বক্তারা অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য BRTA স্বীকৃত লাইসেন্স দেয়ার ও বরিশালের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ব্যাটারিচালিত যানবাহনের জন্য পার্কিং স্ট্যান্ড নির্মাণ করার দাবি জানান।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।