খান মনিরুজ্জামান :বাংলাদেশের আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ ২৩ জুন শুক্রবার সকাল ১০ টায় নগরীর বিবির পুকুর পাড়স্থ্য আ’লীগের দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এটিএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, কেন্দ্রীয় আ’লীগ নেতা এসপি মাহবুব (বীর বিক্রম), কেন্দ্রীয় আলীগ নেতা ও মহানগর আ’লীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,বিসিসি’র কাউন্সিলরবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে পৃথকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পানি সম্পদ প্রতিমন্ত্রী অব:কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি ও নবনির্বাচিত বিসিসি’র মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)’র অনুসারীরা।
আজ সকাল সাড়ে ১০ টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আ’লীগের নেতৃবৃন্দ ও কাউন্সিলর’রা। এ সময় যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামীলীগ আলোচনা সভার আয়োজন করেছে।