ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে আগুন লেগে নিহত ৭ জনের বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের ফেলানগর গ্রামে। নিহত সাতজনের সবাই একই পরিবার ও আত্মীয়।
শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গুনবাহা ইউনিয়নের ফেলান নগর গ্রামের প্রবাসী আজিজার রহমানের স্ত্রী তাছলিমা বেগম (৫৫), তার মেয়ে কমলা পারভীন (২৬), বিউটি বেগম (২৪), নাতি হাসিব (৮), হাফসা (২)। আরিফ (১২) ও মেহেদী (১২)। এদের মধ্যে কমলা বেগম ঢাকায় থাকেন। ছোট মেয়ে বিউটি বেগম উপজেলার শেখর ইউনিয়নের মাইতকুমরা গ্রামের মাহমুদ ইসলাম রনির স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুনবাহা ইউনিয়নের ফেলান নগর গ্রামের সৌদি প্রবাসী আজিজার রহমানের স্ত্রী তাছলিমা বেগমকে এক মাস আগে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়ে তার বড় মেয়ে কমলা বেগমের বাসায় ছিলেন। ঘটনার দিন সকালে মো
এর আগে তছলিমা বেগম তার দুই মেয়ে ও নাতি-নাতনিকে নিয়ে বোয়ালমারী গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পথে দুর্ঘটনায় সাতজনই প্রাণ হারান।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা সান্ত্বনা পেয়েছেন। শোকাহত পরিবারে চলছে শোকের মাতম। অত্যন্ত দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা যা সহ্য করা যায় না। শোকসন্তপ্ত পরিবারকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে।