More

    বন্ধ হওয়া ২৬ টি পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ বরিশালে “কালো দিবসের আহ্বান”এ বিক্ষোভ সমাবেশ করেছে।

    আজ ০২ জুলাই রবিবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, বরিশাল জেলা কমিটি’র উদ্যোগে এই কালো দিবসের আহ্বান শির্ষক বিক্ষোভ সমাবেশ পালন করেছে।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা বন্ধ হওয়া ২৬ টি পাটকলসহ সকল বন্ধ কল-কারখানা রাষ্ট্রীয় মালিকানায় পু:নরায় চালু করা সহ- শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবি জানায়। এছাড়াও ১৭ জুন ২০২৩-এর অনুষ্ঠিত পাট কনভেনশনের ঘোষণা বাস্তবায়াসহ অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বিক্ষোভ সমাবেশ থেকে।

    বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন,জাতীয় শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ুই। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক জলিলুর রহমান , বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লিগ সদস্য উপাধ্যক্ষ হারুনুর রসিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ সদস্য উপাধ্যক্ষ সাইজুর রহমান খোকন প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...