মাদারীপুর কালকিনিতে নানাবাড়িতে বেড়াতে এসে পালরদী নদীতে গোসল করতে এসে তামীম নামে এক ৪র্থ শ্রেনীর স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। পরে খবর পেয়ে মাদারীপুর ডুবুরি দল কালকিনির ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্কুল ছাত্র তামিমকে খুঁজে বের করার জন্য অব্যাহত রয়েছে। নিখোঁজ তামীম ঘরামী ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রবাসী মো. হেলাল ঘরামীর ছেলে।গতকাল সোমবার দুপুরে ঘটনাটি ঘটে।
স্কুল ছাত্র তামীম ঘরামীর কালকিনি পৌর ৩নং ওয়ার্ড ঝুরগাও এলাকায় নানা বাড়ী দুদিন আগে বেড়াতে আসে। গতকাল সোমবার দুপুরে তার খালাম্মার সাথে পালরদী নদীতে গোসল করতে যায়। এসময় আনন্দে আত্মহারা হয়ে নদীতে ঝাপ দিতে গিয়ে গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়।