More

    কালকিনিতে এলপি গ্যাস অবৈধ ভাবে মজুদের দায়ে ভোক্তাধিকারের জরিমানা

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে অবৈধ ভাবে এলপি গ্যাস মজুদ করার অভিযোগে সরদার সেনেটারী স্টোর এন্ড এলপি গ্যাস নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা দায় ধারা করেন।

    বৃহস্পতিবার বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা (মজিদবাড়ী) বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান।

    নির্বাহী অফিসার পিংকি সাহা জানান, কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানে অবৈধ ভাবে এলপি গ্যাস মজুদ করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে নির্বাহী অফিসার বলেন অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের যৌথ অভিযানের সংবাদ এলাকায় ছড়িয়ে পরিলে অনেক অবৈধ ও অসাধু ব্যাবসায়ী তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দ্রুত সরে যায়। ভোক্তা অধিকার ও কালকিনি উপজেলা প্রশাসনের এ যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...