বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীণ বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা ভেগাই হালদারের ১শ ৭০তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ জুলাই সকালে ভেগাই হালদারের সমাধি মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন শেষে জাতীয় সংগীত পরিবেশন, শ্রদ্ধাঞ্জলী নিবেদন, বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদানকারীসহ দেশ রক্ষায় সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, র্যালী, স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় বিদ্যালয় প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা পুরুষ ভেগাই হালদারের কর্মময় জীবনের উপর আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সদস্য শহিদুল ইসলাম পাইক, অনিল চন্দ্র হালদার, ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র অনিমেষ মন্ডলসহ প্রমুখ।
উল্লেখ্য, ক্ষনজন্মা ভেগাই হালদার বাংলা ১২৬০ সালের ২১আষাঢ় জন্ম গ্রহণ করেন এবং ক্ষণজন্মা পুরুষ ১৩৪০ সালেল ২১আষাঢ় (৬জুলাই) ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। তিনি ১৯১৯ সালের ২৬ জানুয়ারি নিজ নামে ভেগাই হালদার পাবলিক একাডেমী প্রতিষ্ঠা করেন।