বরগুনার তালতলীতে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে গলায় গামছা পেচিয়ে দিপ্ত হাওলাদার নামের কলেজ পড়ুয়া এক এইচএসসি পরিক্ষার্থীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠছে।
শনিবার (২২ জুলাই) রাতে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী ও তার পরিবার এ অভিযোগ করেন।
দিপ্ত তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের দীপংকর হাওলাদারের ছেলে। আর অভিযুক্ত প্রতিবেশী যুবক অসিম একই গ্রামের বিমলের ছেলে।
দিপ্ত বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে কালভার্টের উপর বশে আমি মোবাইল দেখছিলাম। হঠাৎ অসিম এসে পেছন থেকে বেধড়ক মারধর করে গলায় গামছা পেচিয়ে মেরে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে আমি লুটিয়ে পড়লে ও পথচারীদের আসতে দেখে অসিম পালিয়ে যায়। যাওয়ার সময় আমার গলায় থাকা মায়ের একটি স্বর্নের চেইন নিয়ে যায়। পরে পথচারী ও আসপাশের লোকজন আমাকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়।
দিপ্তর দাদা সুধাংশু হাওলাদার বলেন, অসিমদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। তাই বলে আমার নাতিটাকে মেরে ফেলার চেষ্টা করবে! আমরা এর বিচার ও আইনের সাহায্য চাই।
অভিযোগের বিষয় জানতে যোগাযোগ করার চেষ্টা করলেও অভিযুক্ত অসিম ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।