সোনারগাঁও টেক্সটাইলে লে-অফ ঘোষনা করাকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাহার ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
আজ রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে সোনারগাঁও টেক্সটাইলের বিক্ষুব্ধ শ্রমিকরা ।
১ ঘন্টার এই সড়ক অবরোধের ফলে বরিশাল -ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরতে হয় যাত্রী সাধারনকে।
শ্রমিকদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করে সড়ক অবরোধে অংশনিয়ে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান প্রমুখ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের করা দাবির বিষয়ে সোনারগাঁও টেক্সটাইলের মহা ব্যবস্হাপক শামীম, মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে তাৎক্ষণিক আলোচনা হয়।
আলোচনা শেষে মহা ব্যাবস্হাপক শামীম আগামী ১লা আগস্ট কারখানা খোলা ও বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
তবে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আগামী ১লা আগস্ট কারখানা না খুললে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেয়।