ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বরিশালে। এ নিয়ে চলতি বছলের ডেঙ্গু মওসুমে চারজনের মৃত্যু হলো। সর্বশেষ মৃত ব্যক্তির নাম জালাল বেপারী (৭৪)। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত জালাল বেপারীর স্বজনরা জানান, কয়েকদিন ধরেই তিনি প্রচন্ড জ্বরে কাতরাচ্ছিলেন। বমি ছিলো, শরীরে শক্তি ছিলোনা। এমন অবস্থায় তাকে ২৪ জুলাই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।