More

    ২৯০ এমপির শপথের বৈধতার আপিল শুনানি মুলতবি

    অবশ্যই পরুন

    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার ১ ঘণ্টা শুনানি শেষে এ আদেশ দেন। বিএনপি নেতা আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনের আবেদনের প্রেক্ষিতে এ মুলতবি করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মুহম্মদ মোরশেদ। ২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সদস্য শপথ নেন। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে ৫ বছর। এরই প্রেক্ষিতে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের শপথ নেওয়া হয়েছে দাবি করে ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা নিয়ে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ২০১৯ সালের ১৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রশংসা

    প্রাকৃতিক সম্পদ আহরণের সব ধরনের ক্রয় ও প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের...