বিএনপি’র বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমান ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন।
আজ ২৭ জুলাই গভীর রাতে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আকন কুদ্দুস’র একান্ত সহকারি মোহাম্মদ বাশার।
২৮ জুলাই’র ঢাকায় বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দিতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন ।
গ্রেফতারের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন,
বিএনপির শান্তিপূর্ণ মহা-সমাবেশ বাধাগ্রস্ত করতে সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করেছে। সারোয়ার এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে। তিনি বলেন, এভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে জনগণের আন্দোলন থামানো যাবে না।দেশের গণতন্ত্রকামী জনগণ ভোট ও ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে নামতে শুরু করেছে। এই রাজপথেই সরকার’র বিদায়ের চূড়ান্ত ঘন্টা বাজবে। দেশে প্রতিষ্ঠা পাবে গণতন্ত্র ও বাক স্বাধীনতা।