More

    বরিশালে হোটেল থেকে ফল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:বরিশাল নগরীর পোর্ট রোডস্থ হোটেল সি-প্যালেসের কক্ষ থেকে রানা নামের এক ফল ব্যবসায়ী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ ২৮ জুলাই শুক্রবার সকালে বরিশাল নগরীর পোর্ট রোডস্থ হোটেল সি- প্যালেস এর তৃতীয় তলার পূর্ব দিকে ২০৯ নং কক্ষে অবস্থানরত মোঃ রানা মিয়া (শাকিল) (২১)’র ফ্যানের সাথে থাকা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন’র কোতোয়ালী থানা পুলিশ।

    মোঃ রানা মিয়া (শাকিল) (২১)’ নরসিংদী জেলার শিবপুর থানার শবদর আলীর বাড়ির মোঃ বাসেত মিয়ার ছেলে।

    রানা একজন ফল (লটকন) ব্যবসায়ী। নরসিংদী হইতে লটকন নিয়ে বরিশাল পোর্ট রোড’র বিভিন্ন ফলের আড়ৎ এ লটকন পাইকারি বিক্রি করতেন।

    গত ২৪ জুলাই ভোর আনুমানিক ৫ টা হইতে হোটেলর রুম ভাড়া নিয়া অদ্যবধি পর্যন্ত অবস্থান করতেছিলেন।

    রানার মামা মোঃ জামাল নরসিংদী থেকে তার ভাগ্নেকে মোবাইল ফোনে ফোন করে না পেয়ে খোঁজ নিতে বরিশালে আসেন।

    পরে ভূঁইয়া বাণিজ্যালয়ের লেবার মোঃ আসলাম কে ফোন করে তার ভাগ্নের খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করলে আসলাম হোটেলের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে ফ্যানের সাথে রানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

    বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজারকে অবহিত করলে হোটেল ম্যানেজার তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেন। পরে কোতয়ালী থানা পুলিশের এসআই সুমন এসে হোটেল ম্যানেজারকে নিয়া হোটেল রুমের দরজা ভেঙ্গে ভিকটিমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। রানার মরদেহ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রাখা আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...