More

    বিভিন্ন দাবিতে বরিশালে বাসদ’এর বিক্ষোভ মিছিল-সমাবেশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে সংযোগের দাবিতে বরিশালে বাসদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

    আজ ২৯শে জুলাই শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।

    সমাবেশে বক্তারা অবিলম্বে সরকার’র পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিলের দাবি জানায়।

    সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী।

    সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য মানিক হাওলাদার, সন্তু মিত্র, বাসদ উজিরপুর উপজেলা শাখার সংগঠক মঞ্জুর মোর্শেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক বিজন শিকদার ও সদস্য সচিব সুজন শিকদার প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...