স্টাফ রিপোর্টার: খুলনায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মহিলা ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ ৪রা আগস্ট সকাল ১১টায় খুলনায় নারী ফুটবলারদের উপর নির্মম হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শানু বেগম, অর্থ সম্পাদক সালমা নাসরিন, বাসদ বরিশাল জেলার সদস্য সন্তু মিত্র, বাসদ উজিরপুর উপজেলার সংগঠক মঞ্জুর মোরশেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুজন সিকদার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য ফারজানা, লিমা।
এসময় বক্তারা বলেন, গত ৩১শে জুলাই খুলনার বটিয়াঘাটায় তেতুলতলা মাঠে ফুটবল প্র্যাক্টিসের সময় অনুমতি ছাড়া নারী ফুটবলারদের ছবি তুলে স্থানীয় এক ব্যাক্তি কটুক্তিসহ ফেসবুকে ছড়িয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুইজন নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচী ছবি তোলার প্রতিবাদ জানাতে গেলে তখন নারী ফুটবলারদের পোষাক নিয়ে কটুক্তি করে চারজন ব্যাক্তি তাদের উপর হামলা করেন ও রড দিয়ে বাড়ি মেরে মঙ্গলী বাগচীর মাথা ফাটিয়ে দেন ও সাদিয়াসহ আরো দুইজন ফুটবলারকে আহত করেন। মঙ্গলী অচেতন হয়ে গেলে তাকে বেধে রাখা হয় পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। ফুটবল খেলার প্রয়োজনে নারীর যে পোশাকই পড়তে হোক, সেটা নিয়ে কটুক্তি থেকে হামলা পর্যন্ত হওয়া আমাদের সমাজে বিদ্যমান মৌলবাদী কূপমন্ডুক চিন্তারই পরিচায়ক। বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এধরনের ঘটনা আরো ঘটবে ও নারী ক্রীড়াবিদদের এগিয়ে আসার অতি দূরুহ পথ একেবারেই বন্ধ হয়ে যাবে।
বক্তারা অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়াচর্চা নিশ্চিত করার জন্য দাবি জানান।
সমাবেশ শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।