পথিকের তৃষ্ণা নিবারণে বরিশালে ফ্রি পানির বুথ করছে বিডি ক্লিন বরিশাল।
তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এমন অবস্থাতেও যারা পেটের দায়ে রাস্তায় থাকেন, রোদের মধ্যে রিকশা চালানোর মত কঠিন কাজটি করেন অথবা তৃষ্ণার্ত পথিক, তাদের সবার তৃষ্ণা নিবারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বরিশাল শহরে ৬টি পয়েন্টে নিরাপদ সুপেয় পানির বুথ করা হচ্ছে।
বৃহস্পতিবার এর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বুথ থেকে বিনামূল্য সুপেয় পানি সরবারহ করা হবে।
সিটি করপোরেশন এলাকায় সর্বত্র সুপেয় পানির ব্যবস্থা না থাকায় পথচারী বিশেষ করে রিক্সা চালক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ পানির কষ্টে ভোগেন। তাদের সেই চাহিদা মেটাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিটি কর্পোরেশন এলাকার নির্ধারিত ছয়টি বুথ থেকে বিনামূল্যে সুপেয় পানি সংগ্রহ করা যাবে।
নগরীর লঞ্চঘাট, নতুল্লাবাদ বাস স্টেশন, রুপাতলী বাস স্টেশন, চৌ-মাথা, বাংলাবাজারে আমাদের এই কার্যক্রম চলবে।