More

    ঝালকাঠিতে ছাত্রলীগ ও যুবলীগের সংর্ঘষে ১৫ জন আহত পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, আটক ৪ নিজস্ব

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে সালিশ বৈঠককে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের দুইদফা সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত বিবাদমান কোন পক্ষ থেকে মামলা দায়ের হয়নি।

    এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছিল। এ ঘটনায় দুইপক্ষই তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝালকাঠি শহরের হোগলা পট্টি এলাকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের বাস ভবনে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় রাত পৌনে ১২টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরতর অবস্থায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, ঝালকাঠি শহরের লঞ্চ ঘাট এলাকায় স্থানীয় দুই ব্যবসায়ী সোহরাব হাওলাদার ও সুলতান হাওলাদারের মধ্যে গত তিনদিন আগের একটি পারিবারিক বিরোধ হয়। বৃহস্পতিবার রাতে সেই বিরোধকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের বাসভবনে এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে ব্যবসায়ী সুলতান হাওলাদারের ছেলে নুরুন্নবী লিসান (২৯) ছাত্রলীগের সদস্য হওয়ায় তাঁর পক্ষে অবস্থান নেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। অপরদিকে শহর যুবলীগের সাবেক সভাপতি আবদুল হক খলিফা সালিশ বৈঠকে সোহরাব হাওলাদারের ছেলে জিহাদ হাওলাদারের পক্ষে অবস্থান নেন। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে এ সংঘর্ষের জের ধরে মাধ্যরাতে শহরের লঞ্চঘাট এলাকায় উভয় গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ব্যপাক ভাঙচুর করা হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ সময় উভয় পক্ষের চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলা—ভাঙচুর ও সংঘর্ষের পর থেকে এলাকায় এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় কোন পক্ষই মামলা দায়ের করেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

    তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। শনিবার বিকাল...