More

     ঝালকাঠিতে রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে মানবববন্ধন

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে রাজনৈতিক দলের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে মানবববন্ধন বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোকে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুজনের নেতৃবৃন্দ অংশ নেন। সুজন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, যুগ্ম সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সুজনের সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল।

    আলোচনায় বক্তারা রাজনৈতিক দলের মধ্যে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর

    পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায়...