জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৯৩ তম জন্মদিন।
আজ ৮ আগস্ট মঙ্গলবার, বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান অবলোকন করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক অনুদান, সেলাই মেশিন ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় বরিশাল জেলার ১০ টি উপজেলার ৭৫ জন ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৫০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ৪০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ৮৫ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে সর্বোচ্চ ৪০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২৫ হাজার টাকা করে মোট ২৬ লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা।