মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে চালানো ‘অপারেশন হিলসাইড’ নামের অভিযান শেষ হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনা বাধায় চলা এই অপারেশনে চারজন পুরুষ ও ছয়জন নারীকে আটক করা হয়েছে। এসময় আটকদের সঙ্গে ৩ জন শিশু ছিল।
জেলা পুলিশ সুপার মনজুর রহমান বলেন, আটকদের এখন ঢাকায় নেওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) কামরুজ্জামান, সিটিটিসির এডিসি নাজমুল ইসলাম, সোয়াট টিমের এডিসি জাহিদ, জেলা পুলিশ সুপার মনজুর রহমান, জেলা পুলিশের এএসপি ফজলুর রহমান মোহসিন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেহ।