More

    জঙ্গি আস্তানায়, সাড়ে ৪ ঘণ্টার অভিযানে আটক ১০

    অবশ্যই পরুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে চালানো ‘অপারেশন হিলসাইড’ নামের অভিযান শেষ হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিনা বাধায় চলা এই অপারেশনে চারজন পুরুষ ও ছয়জন নারীকে আটক করা হয়েছে। এসময় আটকদের সঙ্গে ৩ জন শিশু ছিল।

    জেলা পুলিশ সুপার মনজুর রহমান বলেন, আটকদের এখন ঢাকায় নেওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে নেওয়া হবে।

    এ সময় উপস্থিত ছিলেন- গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) কামরুজ্জামান, সিটিটিসির এডিসি নাজমুল ইসলাম, সোয়াট টিমের এডিসি জাহিদ, জেলা পুলিশ সুপার মনজুর রহমান, জেলা পুলিশের এএসপি ফজলুর রহমান মোহসিন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেহ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বিজয় দিবস উদ্‌যাপন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়...