More

    কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

    অবশ্যই পরুন

    মোঃ নাসিরউদ্দিন (মাদারীপুর) প্রতিনিধি:

    মাদারীপুরের কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে কালকিনি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস ও মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

    কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম। সার্বিক পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ যুগ্ম সম্পাদক মোঃ লোকমান সরদার,সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার,পৌর মেয়র এসএম হানিফ পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড,আবুল বাসার সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ,২ পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’অগ্নিসংযোগের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে কোনো...