More

    মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে পিতা খুন

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে পুত্রের দায়ের কোপে পিতা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১২ টার দিকে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়রচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন থাকে শিকল দিয়ে আটকে রাখা হতো।

    সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার পিতাকে আঘাত করেন। পরে স্থানীয় উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসক শাওলিন আফরোজ তাকে মৃত্যু ঘোষণা করেন।

    প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাকে কুপিয়ে গুরুতর জখল করে। তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সে মারা যায়। মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় করে থাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করে।

    মাদারীপুর সদর মডেন থানার অফিসার ইন চার্জ (ওসি) মনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ...